চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ময়নাতদন্ত করতে গিয়েই বেচে উঠলো ‘মৃত ব্যক্তি’! ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য দেশজুড়ে
বাংলার জনরব ডেস্ক : হাসপাতালের শৌচাগারের অচেতন হয়ে পড়েছিলেন এক ব্যক্তি, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন আর সেজন্যেই কি কারণে মৃত্যু হয়েছে তা দেখার জন্য ময়নাতদন্ত করতে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত করতে যাওয়ার সময়ই চিকিৎসক এবং পুলিশকে বিস্মিত করে বেঁচে উঠলেন ওই ব্যক্তি। সম্প্রতি বিহারে সদর শরীফ হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে বলে খবর।
সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে হেতু হাসপাতাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল তাই দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।
এরই মাঝে সকলকে চমকে দিয়ে ওই ব্যক্তি উঠে বসেন। উপস্থিত সকলকে জানান দিব্বি বেঁচেবর্তে রয়েছেন। তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান আপাতত সুস্থই আছেন ওই ব্যক্তি। বিহারের জিরেন গ্রামের বাসিন্দা রাকেশ কেভাট তাঁর পরিচিত একজনের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান বলে সংবাদমাধ্যমসূত্রে খবর।
সম্প্রতি ‘ঘর কা কালেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যাতে ওই ব্যক্তিকে বলতে দেখা গিয়েছে যে তিনি মারা যাননি। মত্ত অবস্থায় শৌচাগারে ঘুমিয়ে পড়েছিলেন মাত্র। তিনি তাঁর জুতো দরজার বাইরে রেখে গিয়েছিলেন এবং হাসপাতালের কর্মীদের ডাকাডাকি তাঁর কানে গেলেও উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না তাঁর। কর্মীরা ভুল করে তাঁকে মৃত ভেবে টেনে বার করে আনেন।