দেশ 

ভিভিআইপিদের চপার দূনীর্তি মামলায় ‘ মিডলম্যান ‘মিশেল জেরায় মিসেস গান্ধী ও তাঁর ছেলের নাম বলেছে আদালতে দাবি ইডির ; বিজেপি শিবিরে উল্লাস

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ইউপিএ চেয়ারম্যান সোনিয়া গান্ধীর নাম চপার দুর্নীতিতে জড়িয়ে গেল। অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার ভারত সরকারের কাছে বিক্রি করার ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করে ছিলেন ক্রিস্টিয়ান মিশেল মিডলম্যান বলে অভিযোগ। সেই মিশেল এখন ইডি হেফাজতে।

হেফাজতে থাকাকালীন সময়ে জেরায় নাকি তিনি তদন্তকারীদের মিসেস গান্ধীর নাম বলেছেন বলে দাবি ইডির। শনিবার ভিভিআইপিদের জন্য চপার কেনার এই দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে। সেখানেই ইডি আদালতে এই দাবি করেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। ওই সংবাদসংস্থার দাবি, ইডি আদালতে জানিয়েছে মিশেল ওই ইতালীয় মহিলার ছেলে সম্বন্ধেও মুখ খুলেছে। কীভাবে তিনি ইতালীয় মহিলার ( ছেলে) ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সেই তথ্যও জেরায় জানিয়েছে মিশেল।

Advertisement

প্রসঙ্গত, এই দুর্নীতি মামলায় বিজেপি প্রথম থেকেই গান্ধী পরিবারের জড়িয়ে থাকার অভিযোগ তুলছে। রাজনৈতিক মহলের মতে, মিশেলের মুখ থেকে বেরনো মিসেস গান্ধী আসলে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। আর তাঁর ছেলে মানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।  বিজেপি নতুন অস্ত্র পেয়ে গেল এই ইস্যুতে। তারা সোনিয়া রাহুলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে আক্রমণের ধার বাড়াতে শুরু করেছে।

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

six + seven =