কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গুরুতর অসুস্থ নাট্যকার অভিনেতা মনোজ মিত্র, রাখা হল ভেন্টিলেশনে.

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বর্ষীয়ান অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র হাসপাতালে ভর্তি। অবস্থা সংকটজনক।‌ জানা গিয়েছে, বুকে বেশ ব্যাথা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৬ বছর বয়সী এই শিল্পী। সূত্রের খবর, খানিকক্ষণ আগেই তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশন সাপোর্টে।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেও অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেবারই তাঁর বুকে পেসমেকার বসেছিল। এরপর সুস্থ হওয়ার পর বাড়ি ফিরেছিলেন শিল্পী।

Advertisement

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরায় (বর্তমানের বাংলাদেশ) জন্মগ্রহণ করেন মনোজ। একাধিক সিনেমার পাশাপাশি মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘বাঞ্ছারামের বাগান’, ‘ঘরে বাইরে’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। তাঁর লেখা ‘দর্পণে শরৎশশী’ নাটকে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। বিগত কয়েক বছর শারীরিক কারণে ছবি থেকে দূরেই রয়েছেন মনোজ মিত্র। এই মুহূর্তে শিল্পীর দ্রুত আরোগ্যের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ