সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের আইনজীবি বদল! বিকাশের বদলে এবার লড়বেন দেশের বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার! রহস্য কী?
বিশেষ প্রতিনিধি : বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিবর্তন করে আরজিকর মামলার আইনজীবী বদল করল নির্যাতিতার পরিবার। এবার নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন দেশের বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। এ প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন,‘‘ওঁদের (নির্যাতিতার পরিবারের সদস্যদের) বোধ হয় কেউ মোটিভেট করছেন। তাঁদের হয়তো বোঝানো হচ্ছে যে, সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য দিল্লির কোনও আইনজীবী হলে ভাল হবে।’’ তিনি জানিয়েছেন, ওই তথ্য জানার পরে সংশ্লিষ্ট মামলা থেকে সরে এসেছেন। আইনজীবীর কথায়, ‘‘আমার কোনও ‘স্টেক’ নেই এখানে।’’
আগামী সোমবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে আইনজীবী বদলের খবর মিলেছে। যদিও গত ১৭ সেপ্টেম্বরের শুনানিতেও হাজির ছিলেন আইনজীবী গ্রোভার। তবে সওয়ালের সুযোগ পাননি বলে খবর। একটি সূত্রে এ-ও জানা যাচ্ছে, মামলাটি লড়ার জন্য তিনি কোনও পারিশ্রমিক নিচ্ছেন না।
আইনজীবী গ্রোভার একাধিক মানবাধিকার মামলায় সুনাম অর্জন করেছেন। মহিলা এবং শিশুদের উপর নির্যাতনের মামলাতেও বিশেষ পরিচিতি রয়েছে তাঁর। আবার দেশের ধর্ষণ আইন লিঙ্গনিরপেক্ষ নয় দাবি করে লড়াই জারি রেখেছেন ওই আইনজীবী।