জেলা 

প্রয়াত বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বসিরহাটের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং হাড়োয়ার প্রাক্তন বিধায়ক হাজী নুরুল ইসলাম আজ বুধবার দুপুরে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন।

বসিরহাটের সাংসদ হাজী নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়ে ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হাজী নুরুলের সঙ্গে বিতর্ক ও তাড়া করে বেরিয়েছে বহুবার। তারপর তিনি হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। উত্তর ২৪ পরগনার রাজনীতিতে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত ছিলেন। ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও এবার তিনি ভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ