আন্তর্জাতিক 

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখব’ শাহের মন্তব্য ঘিরে প্রতিবাদে উত্তাল বাংলাদেশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে উলটো করে ঝুলিয়ে রাখব।’ সম্প্রতি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠল বাংলাদেশ। এই ঘটনায় বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে।

নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও চলতি বছরেই রয়েছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে ইতিমধ্যেই ঝাড়খণ্ডে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। গত শুক্রবার এই রাজ্যে ভোট প্রচারে গিয়ে বিরোধীদের আক্রমণ শানিয়ে অমিত শাহ বলেন, ”ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে জেএমএম আরজেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আস্কারা দিয়ে চলেছে। এর পর জনগণের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রত্যেক বাংলাদেশি, রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপির সরকার। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উলটো করে ঝুলিয়ে সোজা করব।”

Advertisement

তবে শাহের এহেন মন্তব্যকে একেবারেই ভালো চোখে দেখছে না বাংলাদেশের নয়া সরকার। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এই মন্তব্যের পালটা ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে এই ঘটনায় চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। যেখানে শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, দিল্লির রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে যে ধরনের মন্তব্য করছে তা অত্যন্ত আপত্তিকর। ভারত সরকারের উচিৎ রাজনৈতিক নেতারা এই ধরনের মন্তব্য যাতে না করেন তার জন্য তাঁদের সতর্ক করা। পাশাপাশি আরও বলা হয়েছে, এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ন করে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ