লালগোলায় পদ্মা ভাঙ্গন পরিদর্শনে এস ডি পি আই রাজ্য নেতৃত্ব
২১ সেপ্টেম্বর, লালগোলা: ঈদ পুজোর মতোই গঙ্গা/পদ্মা ভাঙন যেনো মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব। প্রতিবছরই সামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে, ফি বছর ভাঙ্গনে তলিয়ে যায় শত শত বাড়ি, এবার এই ভাঙন ও আতঙ্ক সামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে। লালগোলা বিধানসভার বিলবোরাকোপরা অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে, পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র ১০ মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর। পরিস্থিতি কতটা ভয়ানক ও সমাধানের পথ খুঁজে বের করতে আজ এসডিপিআই-এর রাজ্য ও লালগোলা বিধানসভা নেতৃত্ব পরিদর্শনে যান। ছিলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন, উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খাইরূল ইসলাম, লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম, সম্পাদক আনিসুর রহমান সহ বিধানসভা কমিটির সমস্ত সদস্য ও বিলবোরাকোপরা অঞ্চল কমিটির সদস্যবৃন্দ।
নেতৃত্বের পর্যবেক্ষণ এতদিন যাবৎ এই ভাঙন সমস্যার স্থায়ী সমাধান না হওয়ার মূল কারণ হচ্ছে ভাঙনটা মুর্শিদাবাদ জেলায়, এই জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে ও জেলার মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় বলেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি আরও বলেন— সমস্ত রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক আহার যোগান দিতে এই ভাঙন পরিদর্শনে আসেন, মোটা মোটা ভাষণ দেন আর ভোট নিয়ে চলে যান এ জেলার মানুষের। কোনদিনও এই জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছাতে ও জেলার মানুষের উন্নয়নে তৎপর হয়নি যার ফলস্বরূপ নতুনভাবে জন্ম নিলো এই আতঙ্ক। জেলার মানুষ যদি এর স্থায়ী সমাধান চাই তবে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে হবে যা কেন্দ্র সরকারকে বাধ্য করবে মজবুত বাঁধ দিতে এর সমস্যার সমাধান করতে । যেভাবে বাধ্য হয়েছিল কৃষক আন্দোলন ও সি এ এ আন্দোলনে।
আন্দোলন গড়ে তুলতে, ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সাহায্য পাইয়ে দিতে ও এর সাথে জড়িত দুর্নীতিগ্রস্ত নেতাদের পদচ্যুত করতে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া সমস্ত রাজনৈতিক দলকে এক ছাদের নিচে আনার জন্য প্রয়াস চালাবে বলেন রাজ্য সহ সভাপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি বলেন কোনো দল যদি পৃথক পৃথক ভাবে কাজ করে তবে কোনদিনও এর স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আমরা রাজনৈতিক ফায়দাকে ত্যাগ করে সবাইকে আহবান করব বৃহত্তম আন্দোলন গড়ে তোলার। যদি কাউকে না পাওয়া যায় তবে এসডিপিআই একাই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে। ভাঙনের দৃশ্য দেখে আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া মানুষদের থাকা, খাওয়া ও জীবিকার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে দাবি করেন উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খাইরূল ইসলাম। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যাচ্ছে ভাঙন পরিদর্শনে, চলে যাচ্ছে ভাঙনের সীমানায় যা খুবই বিপদজনক অথচ প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের নিরাপত্তার জন্য দল যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে ঘোষনা করেন লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম। এছাড়াও তিনি বলেন পরিস্থিতি অনুকূল হলেই উদ্ধার ও সাহায্যের জন্য এসডিপিআই-এর ক্যাডাররা প্রস্তুত আছে।