কলকাতা 

ত্রিপুরার ছাত্রী দেবাঞ্জলি জিতে নিল অনুসন্ধান কলকাতার প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ত্রিপুরার কন্যা দেবাঞ্জলি। ভিন রাজ্য থেকে পুরস্কার ছিনিয়ে এনে গর্বিত সে। শিক্ষক দিবসে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় যুগ্মভাবে তৃতীয় হয়েছে সে। অনুসন্ধান কলকাতা তাকে শুভেচ্ছা জানিয়েছে। তাদের বার্তা, তুমি অনেক বড় হও, দেবাঞ্জলি।।

সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে দেবাঞ্জলির সাবলীল উত্তর :

Advertisement

▪️ দেবাঞ্জলি, তুমি রাজ্যের বাইরে সম্ভবত থেকে এই প্রথম পুরস্কার পেলে। কেমন লাগছে?

➖ আমি এই প্রথম রাজ্যের বাইরে থেকে পুরস্কার পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত।

▪️অনুসন্ধান কলকাতার উদ্যোগে শিক্ষক দিবসের এই আয়োজন তোমার কেমন লেগেছে?

➖ অনুসন্ধান কলকাতার উদ্যোগে শিক্ষক দিবসের এই আয়োজন আমার অত্যন্ত ভালো লেগেছে, খুবই সুন্দর ও অনন্দময় এই প্রতিযোগিতা।

▪️আগামী দিনে তুমি এরকম ধরনের আরও অনুষ্ঠানে নাম দিতে চাও কিনা?

➖ হ্যাঁ, আগামী দিনে ও আমি এরকম ধরনের আরও অনুষ্ঠানে নাম দিতে চাই।

▪️এ ধরনের প্রতিযোগিতায় পড়াশোনাকেও সাহায্য করে ? তোমার কি মনে হয়?

➖ হ্যাঁ, এ ধরনের প্রতিযোগিতায় পড়াশোনাকেও অনেক সাহায্য করে কারণ এই ধরনের প্রতিযোগিতার ফলে আমাদের মাতো ছাত্র ও ছাত্রীদের জীবনে এমন এক সুযোগ আসে যার দ্বারা আমরা বিভিন্ন জিনিস শিখতে পারি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ