গাড়ির ভিতরেই দলিত কিশোরীকে গণধর্ষণ মথুরায়
বিশেষ প্রতিনিধি : মদ খাইয়ে দলিত কিশোরীকে চলন্ত গাড়ির ভেতরে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মথুরায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে এলাকার একটি মুদি দোকানে যাচ্ছিল কিশোরী। অভিযোগ, সেই সময় একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। স্থানীয় এক যুবক কিশোরীকে একটি জলের বোতল দেন। সেই জল খাওয়ার পরই তরুণী বেসামাল হয়ে পড়লেই তাকে গাড়িতে তুলে নেন ওই যুবক। গাড়িতে আগে থেকেই আরও দুই যুবক ছিলেন। কিশোরীকে গাড়িতে তুলে নিয়ে এলাকা ছেড়ে পালান তাঁরা।
কিশোরীর অভিযোগ, চলন্ত গাড়িতে তাঁকে গণধর্ষণ করা হয়। তার পর আবার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যান অভিযুক্তেরা। সেখান থেকে বাড়িতে ফিরে পেটে যন্ত্রণার কথা জানায় ওই কিশোরী। তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসার সময় কিশোরীর পরিবার জানতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। তার পরই পুলিশে একটি অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।
ঘটনার পর থেকেই তিন অভিযুক্ত পলাতক। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সুপার (গ্রামীণ) ত্রিগুণ বিসেন জানিয়েছেন, কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে তার গোপন জবানবন্দি নেওয়া হবে।