কলকাতা 

মনোজের জায়গায় জাভেদ! বিনীতের উত্তরসূরী মনোজ বর্মা, জাভেদ নয় কেন?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : রাজ্য পুলিশের আইবি জাভেদ শামিমকে পুনরায় এডিজি আইন-শৃঙ্খলা পদে নিয়ে আসা হয়েছে। আর এডিজি আইনশৃঙ্খলা কে করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার। আজ গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার কে বিকেল চারটের মধ্যে সরিয়ে দেয়া হবে তিনি কথা রেখেছেন নতুন পুলিশ কমিশনার করা হয়েছে মনোজ বর্মাকে। কিন্তু প্রশ্ন উঠেছে মনোজ বর্মাকে কেন? কেন জাভেদ শামীমকে করা হলো না? সংখ্যালঘু সম্প্রদায়ের একজন আইপিএসকে কলকাতা পুলিশ কমিশনারের মত মর্যাদা পূর্ণ পদে বসাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় আত্মসম্মানে আঘাত লাগছে তা বুঝে উঠতে পারছেন না এই রাজ্যের সংখ্যালঘু সমাজ।

জাবেদ শামিমকে আইবি থেকে সরিয়ে নিয়ে আসা হলো এডিজি আইন-শৃঙ্খলা পদে, অথচ এই পদে তিনি দীর্ঘদিন ছিলেন তাহলে আগে সরানো হলো কেন? আসলে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসাবেই ব্যবহৃত হবে তাদের স্বার্থে বা তাদের মধ্যে যারা মেধা সম্পন্ন ছেলেমেয়েরা আছে তাদেরকে উচ্চপদে বসাতে কোথাও যেন আপত্তি রয়েছে এই সরকারের। সমূহ সম্ভাবনা থাকা সত্ত্বেও আইপিএস নজরুল ইসলামকে যদিও তিনি বাঙালি মুসলমান ছিলেন তা সত্ত্বেও তাকে কলকাতা পুলিশ কমিশনার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই নজরুলকে কাজে লাগিয়েই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছিলেন।

Advertisement

যাইহোক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ক্ষমতা নেওয়ার ক্ষমতা আছে আর সেই ক্ষমতা দিয়েছেন এ রাজ্যের সংখ্যা সম্প্রদায় তা নিয়ে কোন সন্দেহ নেই। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের জোরেই মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে জিতে আসতে পারেন বলে রাজনৈতিক মহল এখনো বলে আসছে। কিন্তু শুভেন্দু অধিকারীরা যতই দাবি করুক কিংবা নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহ যতই দাবি করুক যে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের তোষণ করেন তা যে সোনার পাথর বাটির মতোই অলীক কল্পনা, সেটা বারবার প্রমাণিত হয়েছে।

জাভেদ শামীম আইপিএস অফিসার হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি বিধান নগরের কমিশনার থাকার সময় যেভাবে কাজ করেছেন তা এক কথায় অনবদ্য বলা যেতে পারে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদের তিনি কর্মরত ছিলেন এবং যোগ্যতার সঙ্গে সেই কাজ সম্পন্ন করেছেন। একইসঙ্গে এডিজি আইন-শৃঙ্খলা পদে থাকাকালীন সময়ে তিনি এই রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে যথেষ্ট গুরুত্ব রেখেছিলেন। এরকম একজন যোগ্য অফিসারকে কেন কলকাতা পুলিশ কমিশনার করা হলো না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা ১৯৯৮ এর ব্যাচের আই পি এস অফিসার।মনোজ রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিযুক্ত ছিলেন। এর আগে মনোজ কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের দায়িত্বও সামলেছেন। কলকাতা পুলিশেই তিনি ডিসি ডিডি (স্পেশাল), ডিসি (ট্র্যাফিক) পদেও ছিলেন। মঙ্গলবার বিকেলে নবান্ন জানিয়েছে, মনোজকেই কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হল। আলোচনায় অন্য কয়েক জন আইপিএস অফিসারের নাম থাকলেও শেষ অবধি মনোজেই সিলমোহর দিয়েছে নবান্ন। কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পাঠানো হয়েছে এডিজি (এসটিএফ) পদে। একই সঙ্গে কলকাতা এবং রাজ্য পুলিশের একাধিক পদে বদল আনা হয়েছে।

১৯৬৮ সালে মনোজের জন্ম। সেপ্টেম্বরই তাঁর জন্মমাস। ৩০ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। রাজস্থানের সওয়াই মাধোপুরে মনোজের জন্ম। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা মনোজ ২০১৯ পর্যন্ত দার্জিলিঙের আইজি পদে ছিলেন। তার পরে তাঁকে নিয়ে আসা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলের দায়িত্বে। ভাটপাড়া এবং কাঁকিনাড়ায় গোলমালের সময় তাঁকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে ডি সি নর্থ অভিষেক গুপ্তার জায়গায় নতুন ওই পদে আসছেন দীপক সরকার তিনি শিলিগুড়ি কমিশনারের ডিসি ছিলেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ