ভ্রমণ পিপাসুর ১১তম জন্ম দিনে বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র ওকাকুরা হলে
আসাদ আলী-বাংলার জনরবঃ গত ১৬/৯/২০২৪ তারিখে সল্টলেকে রবীন্দ্র ও কাকুরা হলে ভ্রমণ পিপাসু র ১১ তম জন্মদিন, বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। ভ্রমণ পিপাসু র কর্ণধার শ্রী সৌমেন চক্রবর্তী মহাশয় এর দক্ষ পরিচালনা ও সঞ্চালনায়। সৌমেন চক্রবর্তী মহাশয়ের স্বাগত ভাষণের পর বক্তব্য রাখেন বিশিষ্ট ক্লাইম্বার বসন্ত সিংহ রায় মহাশয়। তারপর শুভদা সাহার একটি রবীন্দ্র সংগীত। একদিকে অনুষ্ঠান চলতে থাকে তখন মঞ্চের একপাশে বিশিষ্ট শিল্পী সুব্রত সেন আঁকতে থাকেন তাঁর অসাধারণ প্রতিবাদের ছবি । তারপর সম্বর্ধনা দেওয়া হয় বিশিষ্ট অতিথিদের। বিশিষ্ট ক্লাইম্বার বসন্ত সিংহ রায় মহাশয় কে শ্যামল মজুমদার সম্বর্ধনা দেন। চন্দন সেনকে সম্বর্ধনা দেন শ্রীময় চক্রবর্তী। ভ্রমণ পিপাসু র জন্মদিনের কেক কাটা হয় ।
বক্তব্য রাখেন বিশিষ্ট ক্লাইম্বার বসন্ত সিংহ রায়, বিশিষ্ট অভিনেতা পরান বন্দোপাধ্যায় বক্তব্য রাখেন। তারপর বিশিষ্ট কবি ও সম্পাদক কালিদাস ভদ্র মহাশয়ের বক্তব্য। বিভিন্ন বিষয়ের উপর শ্রীময়ী প্রকাশনীর ও কালিদাস ভদ্র মহাশয়ের সম্পাদনায় ও ভ্রমণপিপাসুর পরিবেশনায় ২২ টি বই প্রকাশ হয় । সরকারি আর্ট কলেজের অধ্যক্ষ নিরঞ্জন প্রধান মহাশয় এর বক্তব্য। আরো বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ টাউন বইমেলা কমিটির সম্পাদক সঞ্জয় জানা, প্রাক্তন ডিন গৌতম নাগ মহাশয়, ঋতব্রত ভট্টাচার্য, প্রশান্ত মাঝি, ডাক্তার সুব্রত বাগচী প্রমুখ। বিভিন্ন বিষয়ের উপর এক ঝাঁক প্রতিযোগীদের মধ্যে বিশিষ্ট স্থানাধিকারীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় । দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কবি সমীর দাস। কবিতা পাঠ, গান ও আবৃত্তি হয়। গান করেন সুপর্ণা ভট্টাচার্য, তারপর আবৃত্তি করেন তাপস চক্রবর্তী বাচিক শিল্পী, মনোনীতা ভট্টাচার্য, সুমিতা বাগ, কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক আসাদ আলী, নারায়ন রায়, গান করেন শ্যামল মজুমদার এবং কাজী নজরুল ইসলামের লিচু চোর আবৃত্তি করে শোনান ইরানি দত্ত। রবীন্দ্র ওকাকুরা হল ছিল কানায় কানায় পূর্ণ।