জেলা 

নির্যাতিতার বাবার চিঠিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বললেন প্রধান বিচারপতি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। সিবিআই তদন্তের খামতি নিয়ে এবং কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে কোথায় কোথায় কি সমস্যা তৈরি করেছে তা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন নির্যাতিতার বাবা। আজ মঙ্গলবার আরজিকর মামলার শুনানিতে একথা বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন নির্যাতিতার বাবার চিঠিতে অত্যন্ত ভ্যালুয়েবল ইনপুট রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তথ্য সংগ্রহ করতে হবে।

মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা প্রকৃত। তিনি যে চিঠি দিয়েছেন, সেটা আমরা সামনে আনব না। কারণ সেটা গোপনীয়। আমরা বলতে চাই যে সিবিআইয়ের জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য (ভ্যালুয়েবল ইনপুট)।’ যে নির্দেশ মেনে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

তারইমধ্যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করেছে সিবিআই। সেই রিপোর্টেও কী কী বলা আছে, তা প্রকাশ্যে আনেনি সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত যে যে বিষয় উত্থাপন করেছিল, সেগুলির প্রতিটির উত্তর সিবিআই দিয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টেও।

CBI-র রিপোর্টে সব প্রশ্নের জবাব আছে, খুশি সুপ্রিম কোর্ট ।প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘সিবিআই কী তদন্ত করছে, সেটা যদি আজই সামনে আনা হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা ঘেঁটে যাবে। সত্যের উদঘাটনের জন্য সিবিআই যে পন্থা নিয়েছে, (সেটা ঘেঁটে যাবে)। (টালা থানার তৎকালীন) ওসিকেও গ্রেফতার করা হয়েছে। আমরা (সিবিআইয়ের) স্টেটাস রিপোর্ট দেখেছি। আমরা যে যে বিষয়গুলির উত্থাপন করেছিলাম, সেটার জবাব দিয়েছে সিবিআই। চালান দেওয়া হয়েছিল কিনা, ময়নাতদন্তের প্রক্রিয়া কীরকম ছিল, তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে কিনা – (সেই প্রশ্নের উত্তর দিয়েছে সিবিআই)।’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ