কলকাতা 

তপসিয়ার এক অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সোমবার সাত সকালে কলকাতার পাক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় একটি আলুমিনিয়ামের কারখানায় আগুন ধরে যায়।আগুন নেভাতে সেখানে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে অ্যালুমিনিয়ামের সামগ্রী তৈরির একটি কারখানা থেকে আগুন এবং কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি। বৃষ্টিতে ভিজেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

Advertisement

কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিট হওয়াতেই আগুন লাগে। কারখানার ভিতরে মজুত থাকা দাহ্য বস্তুর কারণেই ধোঁয়া এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ