মাধ্যমিক প্রস্তুতিতে অনুসন্ধানের মাসিক পরীক্ষায় আগস্ট মাসের সেরা মালদার ছাত্র সৃজন প্রামানিক
বিশেষ প্রতিনিধি : সপ্তম মাসে পড়ল মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্য অনুসন্ধান কলকাতার এই উদ্যোগ। প্রতিমাসের শেষ রবিবার অনলাইনে এই পরীক্ষায় বসে রাজ্যের প্রতিটি জেলার ছাত্র-ছাত্রী। সম্পূর্ণ বিনামূল্যে সাতটি বিষয়ের MCQ-পরীক্ষা নিতে এগিয়ে এসেছেন রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। এ মাসের সেরা পরীক্ষার্থী মালদার সৃজন প্রামাণিক। সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে সৃজনের বক্তব্য —
১) অনুসন্ধান কলকাতা আয়োজিত প্রতিমাসের এই পরীক্ষা তোমার মাধ্যমিক প্রস্তুতিতে কেমন ভাবে কাজে লাগছে?
➖ সত্যিই এইসমস্ত পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের প্রস্তুতির জন্য ও কাঙ্খিত ফলাফল পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করছে আমাকে। এর পাশাপাশি নিজের অবস্থাকে বুঝতে সাহায্য করছে।
২) তোমার প্রিয় বিষয় কী ও কেন?
➖ Mathematics অবশ্যই। আশা করছি যে এই subject টি আগামীকালে সর্বক্ষেত্রে সহায়তা করবে।
৩) ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাইছো?
➖ Science নিয়ে এগোতে চাই। তবে Mathematics , Chemistry and Life science এর প্রতি আকর্ষণ বেশি।
৪) শিক্ষক কি বন্ধু হতে পারেন? তোমার মতামত
➖ অবশ্যই শিক্ষক ছাত্রদের সামাজিক জীবনের গঠনকর্তা, তারা কেবল আমাদের গুরুজন নন আমাদের প্রকৃত friend, philosopher and guide. তাই তারা প্রকৃতপক্ষেই বন্ধু হয়ে উঠতে পারেন।
৫) ‘আমার স্কুল সবার সেরা।’– ঠিক কী কারণে?
➖ কেবলমাত্র syllabus এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে আমাদের উদ্বুদ্ধ করা , নিজের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া এবং সর্বোপরি নিজের self confidence কে আরও বেশি সুদৃঢ় করা এইসব বিষয়ে বলাই যেতে পারে আমার স্কুল সবার সেরা। My school is the best of all and there lies no doubt .