মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল, দুইদিন পরেই ইস্তফা!
বাংলার জনরব ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার বারবেলায় দলের সদর কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করার পর আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বলে সাংবাদিকদের জানান। উল্লেখ্য দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল ৬ মাস জেলে ছিলেন শীর্ষ আদালতের নির্দেশে শুক্রবারই তিনি মুক্তি পেয়েছেন।
রবিবার দুপুরে দলীয় বৈঠকে আপ প্রধান বলেন, “দু’দিন পরে আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব। যত দিন না জনতা জনার্দনের রায় পাচ্ছি, তত দিন আমি এই আসনে আর ফিরব না। কয়েক মাস পরেই দিল্লিতে ভোট রয়েছে। আদালতে আমি বিচার পেয়েছি। এ বার জনতার আদালতে বিচার পাওয়ার অপেক্ষায় আছি আমি। মানুষ যে দিন চাইবে, সে দিনই আমি আবার মুখ্যমন্ত্রীর পদে ফিরব।” একই সঙ্গে দিল্লিবাসীর উদ্দেশেও কেজরীওয়ালের অনুরোধ, যদি মানুষ তাঁকে নির্দোষ বলে মনে করেন, যদি মানুষ ভাবেন তিনি দিল্লির জন্য কাজ করেছেন, তবে তাঁকে যেন পুনরায় ভোট দেওয়া হয়।
আপ প্রধান দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর কে বসবেন তাঁর আসনে? কে হবেন কেজরীর উত্তরসূরি? তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। কেজরীওয়াল কেবল জানিয়েছেন, দলের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তবে তিনি কে? তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন আপ প্রধান।
কেজরীওয়ালের এই ঘোষণাকে তাঁর অগ্নিপরীক্ষা হিসাবেই ব্যাখ্যা করছেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চড্ডা। তাঁর কথায়, “আজ তিনি (কেজরীওয়াল) অগ্নিপরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লিবাসী আপকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে তিনি সৎ।”
যদিও দিল্লি বিধানসভার নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা কিন্তু মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের সঙ্গে দিল্লি নির্বাচন করাতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই প্রস্তাবে রাজি হয় কিনা।