কলকাতা 

তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : তৃণমূল বিধায়ক তথা আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতি বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ সিবিআই হানা দেয়।

ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাঁকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর। আর জি কর কাণ্ডে আর্থিক তছরুপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে। সিবিআই সূত্রের খবর, আজ পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হতে পারে। পাশাপাশি এদিন বাড়ি লাগোয়া তাঁর নার্সিং হোমেও তল্লাশি চলে।

Advertisement

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় তদন্তকারীরা যখন সিঁথির মোড়ের বাড়িতে পৌঁছলেন তখন বাড়ির নিচের তলায় নিজের অফিসেই বসে ছিলেন সুদীপ্ত। শেষ পাওয়া খবর শ্রীরামপুরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ