বিকেল পাঁচটায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক করার জন্য আহ্বান জানাবেন মুখ্য সচিব
বিশেষ প্রতিনিধি : আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৃস্পতিবার বিকেল পাঁচটায় হেড নবান্নয়ের বৈঠকে ডাকলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।
বৃহস্পতিবার আন্দোলনকারীদের উদ্দেশে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে তিনি লিখেছেন, ‘‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে নির্দেশ দিয়েছে, তা-ও মাথায় রাখতে হবে। আপনারা জানেন, আপনাদের প্রতিনিধিদের জন্য বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আলোচনায় বসতে চাই।’’
চিঠিতে বলা হয়েছে—
বৃহস্পতিবার বিকেল ৫টায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকের জন্য ডাকা হচ্ছে। নবান্নের কনফারেন্স হলে ওই বৈঠক হবে।সুষ্ঠু আলোচনার জন্য আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন।
নবান্নের বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। তবে স্বচ্ছতার জন্য তা রেকর্ড করা যেতে পারে। এতে চিকিৎসকদের উদ্দেশ্যও সফল হবে, গোটা প্রক্রিয়ার স্বচ্ছতাও বজায় থাকবে। বৈঠকে যা যা আলোচনা হবে, তা নথিভুক্ত থাকবে।
জুনিয়র ডাক্তারদের সহযোগিতা প্রার্থনা করেছেন মুখ্যসচিব। সেই সঙ্গে তিনি চিঠিতে ডাক্তারদের ১৫ প্রতিনিধিকে বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা দেখা করবেন, সেই প্রতিনিধিদের নাম ইমেল মারফত জানাতে বলা হয়েছে।