কলকাতা 

ওয়াকফ বিল প্রত্যাহার দাবি সহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল কলকাতায়

শেয়ার করুন

কলকাতা, ১০ সেপ্টেম্বর: আজ কলকাতা কলেজ স্কোয়ার থেকে নিউমার্কেট পর্যন্ত বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করল এস ডি পি আই। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আসা মিছিলের প্রধান দাবি ছিল , “সব অপরাধীর শাস্তি চাই, সব রোগীর চিকিৎসা চাই, আখলাক থেকে সাবির মোল্লা সবার ন্যায়বিচার চাই, দেশজুড়ে বেড়ে চলা পিটিয়ে হত্যা বন্ধ করতে হবে, রাজ্যের বাইরে যে কোন জায়গায় বাঙ্গালীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, বাতিল হওয়া ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে, জাতি ভিত্তিক জনগণনায় সব জাতির অর্থ সামাজিক অবস্থা তুলে ধরতে হবে, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে।” মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডে বর্ণাঢ্য হয়ে ওঠে ।

মিছিলে হাঁটেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস, মোঃ শাহাবুদ্দিন , রাজ্য সম্পাদক গোলাম মর্তুজা, ওমেন ইন্ডিয়া মুভমেন্টের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। কলকাতা কর্পোরেশন পার্শ্ববর্তী ময়দানে সভার মধ্য দিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়। সভায় বক্তারা বলেন ওয়াকফ বিল শুধুমাত্র মুসলিমদের সম্পত্তি দখলের ষড়যন্ত্র নয়, সব সমাজের কল্যাণার্থে দানকৃত সম্পত্তি দখলের ষড়যন্ত্র । তাই এই ওয়াকফ বিল সব ধর্মের ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তিতে পরিণত করার কৌশল। ওয়াকফ বিল প্রত্যাহার করার জন্য সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি । শুধু আরজিকর নয়, দেশে ঘটে চলা মুসলিম সহ আদিবাসী দলিত সব বেআইনি হত্যার ন্যায় বিচার করতে হবে।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ