জেলা 

মমতার মোদী বিরোধী সমাবেশে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ ; ব্রিগেড থেকেই বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চার বছরের শিশু বিজেপিকে সরাতে আমাদের সময় লাগবে না’ : অভিষেক

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ১৯ জানুয়ারির মমতার ডাকা ব্রিগেডের উপস্থিত থাকবেন পাটনা সাহিবের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং অটলবিহারী বাজপেয়ী সরকারের প্রাক্তন বিদেশ ও অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। শত্রুঘ্ন ও যশবন্ত দু’জনেই নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসেবে পরিচিত। লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে শত্রুঘ্নর সিনহা ভোটে দাঁড়াতে পারেন বলে  রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। মমতার ডাকা ব্রিগেড সমাবেশেই কী এই অভিনেতা বিজেপি সাংসদ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে ।

আর এই জল্পনা আরও জোরদার হয়েছে তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ।  তিনি বর্ধমানে এক সভায় বলেছেন ১৯ জানুয়ারির সভায় বিজেপি দুই হেভিওয়েট নেতা যোগ দেবেন। অভিষেক বলেন, ‘দেশের একাধিক গুরুত্বপূর্ণ নেতানেত্রী থেকে গোটা দেশের একাধিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডে উপস্থিত হবেন। সভায় অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে শরদ পাওয়ার, অখিলেশ যাদব, তেজস্বী যাদব হাজির হবেন। আসবেন ডিএমকের এম কে স্ট্যালিন, শরদ যাদব-সহ শত্রুঘ্ন সিনহা ও যশবন্ত সিনহার মতন একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব।’ তাঁর কটাক্ষ, ‘এই ব্রিগেড থেকেই ৩৪ বছরের জগদ্দল পাথর বামফ্রন্টের মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চার বছরের শিশু বিজেপিকে সরাতে আমাদের সময় লাগবে না।’

Advertisement

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

five + 6 =