জেলা 

লেখাপড়ার সার্বিক উন্নতিতে ট্যালেন্ট সার্চ পরীক্ষা জরুরি। এ ধরনের কাজে আমরা সব সময় পাশে আছি : জেলা সভাধিপতি

শেয়ার করুন

বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর ৮ সেপ্টেম্বর ২০২৪ নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের বুকে অত্যন্ত উৎকৃষ্টমানের ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন সম্ভবত এই প্রথম। দুই পর্বের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৪০ জন ছাত্র-ছাত্রীকে রবিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে স্কলারশিপ দেওয়ার আয়োজন করেছিল বেস এডুকেশনাল হাব। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাজার চারেক ছাত্র-ছাত্রীকে নিয়ে দুই পর্বের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। অভিভাবকরাও ছিলেন আশায় আশায়, তাঁদের সন্তান চূড়ান্ত জায়গায় সম্মানিত হয় যেন, তা নিয়ে।

১৮ আগস্টে নেওয়া হয় প্রথম পর্বের পরীক্ষা ১০০-এর অধিক কেন্দ্রে, তারপর হয় দ্বিতীয় পর্বের পরীক্ষা এক সেপ্টেম্বর। সেখান থেকে উঠে আসে চতুর্থ থেকে দশম শ্রেণীর মোট ১৪০ জন ছাত্র-ছাত্রীর নাম। এদেরকে নির্বাচিত করা হয় স্কলারশিপ হিসেবে এককালীন নগদ অর্থ, সার্টিফিকেট এবং বিশেষ উপহার প্রদানের জন্য।

Advertisement

স্কলারশিপ সহ উপহার প্রদানের অনুষ্ঠানটি ছিল একেবারে চাঁদের হাট। কে ছিল না তাতে! মুখ্যমন্ত্রীর দপ্তরের অবসরপ্রাপ্ত বিশেষ সচিব সৈয়দ নাসির উদ্দিন, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাধিপতি চিন্তামণি বিহা, মুরলিগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ডঃ সামসুল আলম, বিশিষ্ট সমাজসেবী ডাক্তার কাশেম আলী সহ গুণীজনেরা এবং আশপাশের বহু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা। এছাড়াও ছিলেন কলকাতা থেকে আগত একদল গুণী শিক্ষক গৌরাঙ্গ সরখেল, জ্যোতির্ময় চক্রবর্তী, মিতালী মুখার্জী, মুখলেসুর রহমান, পান্থ মল্লিক, নায়ীমুল হক প্রমুখ।

এদিনের এই অনুষ্ঠানে মোট ১০ জন গুণী শিক্ষককে সংবর্ধনাও জানানো হয়। বেস এডুকেশনাল হাব-এর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় ফুলবাড়ী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মজিবর হোসেন চৌধুরী, হেমতাবাদ আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক নীলমণি সরকার, কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমাশঙ্কর সরকার, বানিয়াকুড়ি মাদ্রাসার সহ-শিক্ষক আনোয়ারুল ইসলাম, ময়না হাই স্কুলের সহ-শিক্ষক ডঃ ওমর আলীকে। এছাড়াও ধী-লার্ন অ্যাকাডেমির পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয় বেস আন নূর মডেল স্কুলের বয়েজ সেকশনের প্রধান শিক্ষক ফাইজুর রহমান এবং বিশিষ্ট শিক্ষক সোহেল ইকবালকে। এছাড়াও এদিন শিক্ষক সম্মাননা গ্রহণ করেন গার্লস সেকশনের প্রধান শিক্ষক আইয়ুব আনসার এবং বর্ষিয়ান গণিতের শিক্ষক জয়নাল আবেদিন।

এদিন গণ্যমান্য অতিথিবর্গের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের সভাধিপতি চিন্তামণি বিহা। তিনি বলেন আমাদের দেশে মেধার কোনো অভাব নেই। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সুসংহত বিকাশের দিকে আমাদের নজর দিতে হবে। এই কাজে ট্যালেন্ট সার্চের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বেস এডুকেশনাল হাব পরিচালিত ট্যালেন্ট সার্চের এই ব্যবস্থাপনাকে তিনি সাধুবাদ জানান এবং পরবর্তীতে এর বিস্তারে সম্ভাব্য সহযোগিতা নিচের তিনি প্রস্তুত বলে জানান। এদিন উপস্থিত কৃতী ছাত্র-ছাত্রী এবং যে সমস্ত শিক্ষকদের সম্মাননা জানানো হলো তাঁদেরকে তিনি শুভেচ্ছা ও অভিবাদন জানান। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট প্রধান শিক্ষক এবং সমাজসেবী ডঃ শামসুল আলম বলেন, এই উদ্যোগ চারিদিকে গ্রহণ করা উচিত, যে সমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে আগামীদিনের লেখাপড়ার ধরন ধারণ ধরণের সঙ্গে পরিচিত হয়ে গেল তারা নিশ্চয়ই তারা এটা দেখে সুবিধার্থে হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী দপ্তরের অবসরপ্রাপ্ত বিশেষ সচিব জিডি মনিটরিং কমিটির বিশিষ্ট কর্মকর্তা সৈয়দ নাসির উদ্দিন। সম্পূর্ণ এই অনুষ্ঠানের সুষ্ঠু আয়োজনের জন্য যে

তিনি আয়োজক সংস্থার সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষার উৎকর্ষতা বজায় রাখতে এই কার্যক্রম আগামী দিনের জন্য সুফল বয়ে আনবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম। তিনি বলেন শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীর নিবিড় সম্পর্ক বুনতে আজকের এই অনুষ্ঠান উত্তরবঙ্গে অনন্য এক নজির তৈরি করেছে। এই কাজে সাহায্য পেয়েছেন তিনি বহুবভাবে, প্রত্যেককে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সঙ্গে সঙ্গে তিনি ধন্যবাদ জানান জিডি স্টাডি সার্কেল, অনুসন্ধান কলকাতা, চেকমেট কেরিয়ার, ধী-লার্ন সহ সকল সহযোগী সংস্থাকে।

বেস আন নূর দর্পন পত্রিকার একাগ্রতা বিষয়ক বিশেষ সংখ্যাটি এদিন প্রকাশিত হয়। প্রকাশ করেন বিশিষ্ট অতিথি বর্গ। অনুসন্ধান কলকাতার শিক্ষক দিবস এর নিউজ লেটারটিও এদিন প্রকাশিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ