দেশ 

মমতার ডাকা ব্রিগেড সমাবেশে যাবে না সিপিআই ; বিজেপি বিরোধী মহাজোটে বড় ধাক্কা !

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে তাতে সিপিআই যাবে না বলে জানিয়ে দিয়েছে ।শুক্রবার সিপিআইয়ের মহাসচিব এস সুধাকর এ বিষয়ে বলেন, পশ্চিমবঙ্গে সিপিআইয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বিশ্লেষণ করে তাঁরা ব্রিগেডের সভায় যোগদান করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ তাঁরা গ্রহণ করতে অপারগ।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশে তিনি বিজেপি বিরোধী সমস্ত দলকে এনে বিজেপির বিদায় ঘণ্টা বাজানোর বার্তা দেবেন বলে জানিয়েছিলেন।

Advertisement

কিন্তু রাজ্যের সমীকরণের কথা ভেবে সিপিআই প্রথমেই আমন্ত্রণ ফিরিয়ে দিল। অন্য বাম দলগুলিও একই বাহানার ব্রিগেড এড়িয়ে যাবে বলে মত রাজনৈতিক মহলের। সুধাকর রেড্ডির কথায়, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে শাসক দলের সম্পর্ক সাপে-নেউলে। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী মঞ্চে সবাইকে এক করার চেষ্টা করুন, রাজ্যের সমীকরণ এক্ষেত্রে বড় ফ্যাক্টর। কেন্দ্র ও রাজ্যের সমীকরণ আলাদা। তাই রাজ্যে তারা তৃণমূলের সঙ্গে এক মঞ্চে যেতে পারেন না। ফলে বামপন্থী দলগুলিকে ব্রিগেড মমতার বিজেপি বিরোধী সমাবেশে দেখা যাবে না বলেই রাজনৈতিক মহলে মনে করছে ।

এবার কংগ্রেস দল কী করবে সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনীতি মহল । ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাহুল গান্ধীর কাছে অনুরোধ করেছেন যাতে ওই সমাবেশে কংগ্রেস দলের হেভিওয়েট কোনো নেতা উপস্থিত না থাকেন । ইতিমধ্যেই তৃণমূল নেত্রী রাজ্যের ৪২ আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন । ফলে কংগ্রেস –তৃণমূল জোট হওয়ার সম্ভাবনা নেই । তার কোনো প্রভাব কী ব্রিগেড সমাবেশে পড়বে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষঞ্জরা ।

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + 20 =