খাস কলকাতায় এক তরুণীকে মডেলিং এর নাম করে বিবস্ত্র করে শ্লীলতাহানি!
বিশেষ প্রতিনিধি : কলকাতায় ফের নারী নির্যাতনের অভিযোগ উঠল। এবার এক তরুণীকে মডেলিং এর নাম করে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তির একটি মেকআপ একাডেমী রয়েছে সেখানেই ওই তরুনীর সঙ্গে এই কুকর্মটি করা হয় বলে অভিযোগ।রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছিল। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জানিয়েছেন গত মঙ্গলবার মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ অ্যাকাডেমিতে গিয়েছিলেন। ঘড়িতে তখন প্রায় দুপুর পৌনে ১২টা। তরুণীর অভিযোগ, তিনি সেখানে পৌঁছনোর পর ওই প্রতিষ্ঠানের মালিক তাঁকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেন। ঘটনার পর সে দিনই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে অভিযু্ক্ত ব্যক্তিও কলকাতারই বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
যে দিন দুপুরে এই ঘটনাটি ঘটেছিল বলে অভিযোগ, তখনও কলকাতা ফুঁসছে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে। লালবাজারের অদূরেই রাস্তায় বসে স্লোগান তুলছিলেন আন্দোলনকারীরা। ঠিক তার পরের দিনই (বুধবার) আরও একটি ‘রাত দখল’ কর্মসূচি ছিল। গোটা কলকাতা যখন আরজি কর-কাণ্ডে বিচারের দাবিতে সমস্বরে গলা তুলছে, তখন কলকাতার বুকেই আরও এক শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে এল। অভিযোগ পাওয়ার পর পুলিশও পদক্ষেপ করেছে।
রবিবার পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৭৪, ৭৬, ৩৫১(২), ৭৯ এবং ১১৫(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।