জেলা 

ঘুটিয়ারি শরিফ স্টেশনে আগুন, ক্ষতিগ্রস্ত একাধিক দোকান!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফ স্টেশনে আগুন লাগে এর ফলে একাধিক দোকান এবং একটি রাজনৈতিক দলের পার্টি অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সকাল দশটা নাগাদ এই আগুন লাগে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।যাত্রীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরাও। রবিবার সকালের এই ঘটনার জেরে ব্যাহত হল শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচল।

রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়ারি শরিফ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম-লাগোয়া একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পর পর বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। কাছেই রয়েছে একটি রাজনৈতিক দলের পার্টি অফিস। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। কেউ কেউ আগুন নেভানোর কাজেও হাত লাগান। এগিয়ে আসেন স্থানীয়েরাও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১১টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কী থেকে আগুন লাগল, জানা যায়নি তা-ও। ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণের ক্যানিং শাখায় বন্ধ হয়ে গিয়েছে রেল চলাচল। ভোগান্তিতে যাত্রীরা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ