কলকাতা 

মেট্রোয় অগ্নিকান্ড : তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ সুদীপের

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চলন্ত মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনায় জিএমকে তিনদিনের মধ্যে  রিপোর্ট জমা দিতে বললেন সাসংদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।তিনি এই ঘটনায় মেট্রো বোর্ডের জেনারেল ম্যানেজারকে তলব করেন। মেট্রো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় মেট্রো রেলের জিএমকে বলেন মেট্রো রেল কলকরাতার গৌরব। যেখানের শহরের গৌরব জড়িয়ে রয়েছে, সেখানে কেন বারবার এ ধরনের ঘটনা ঘটবে। এটা বিশেষ করে ভাবা উচিত।

Advertisement

তাই তিনদিনের মধ্যে তিনি এর রিপোর্ট চান। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিয়ে মেট্রোর জিএম বলেন, এনিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে, কেন এমন ঘটল। তবে এর মধ্যে কোনও হিউম্যান এরর নেই। অর্থাৎ মনুষ্যঘটিত কোনও সমস্যা নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার মেট্রোয় আগুন লেগে আতঙ্ক ছড়ায়। বদ্ধ মেট্রোর মধ্যে আটকে পড়েন যাত্রীরা। কোনওরকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরলেও, এখনও ট্রমাচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি অনেক যাত্রী। এই ঘটনায় কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল ওঠে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × four =