কলকাতা 

টালা থানার ওসিকে দেখতে নাগরিক সমাজের মিছিল অস্বস্তিতে কলকাতা পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : টালা থানার ওসি নাকি অসুস্থ তার অসুস্থতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে বুধবার রাতে কলকাতা শহরের চারটি নামি বেসরকারি হাসপাতালে যেতে হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। কেন এই অসুস্থতা আমরা সকলেই জানি আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে গত ৯ আগস্ট যে তরুণী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল তারপর থেকে নানাভাবে তদন্ত প্রক্রিয়ায় ব্যাহত করার চেষ্টা করে গেছে এই থানার ওসি। স্বাভাবিকভাবেই তিনি এখন সিবিআই এর নজরে রয়েছেন। তাই গত বুধবার রাতে হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন এবং কলকাতার যেকোনো একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যান।

কিন্তু কোন হাসপাতাল কর্তৃপক্ষ তার শরীরের মধ্যে এমন কোন অসুস্থতা খুঁজে পাননি যে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এর ফলে ছটি হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করতে অস্বীকার করে, শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ওসিকে ভর্তি নেয়।সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনেই নাকি টালা থানার ওসি অসুস্থ। এবার তাঁর খোঁজ নিতেই মিছিল বেরোচ্ছে শহরে।

Advertisement

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। কেন টালা থানায় রাতে এফআইআর হয়েছিল, সেই প্রশ্নও উঠেছে। প্রশ্ন রয়েছে ওসির ভূমিকা নিয়েও।

এই আবহেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে চার হাসপাতালে ওই পুলিশকর্তা ভর্তি হতে চেয়েছিলেন, তারা জানিয়েছে, বুকে কিছুটা অস্বস্তি ছিল। শরীরে জলের অভাব হয়েছিল। রক্তচাপও সেই কারণে কিছুটা বেড়ে গিয়েছিল। তবে হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি ছিল না। তাই তাঁকে ভর্তি নেওয়া হয়নি।

এখন তিনি কেমন আছেন? খবরাখবর নিতে তাই শনিবার মিছিল বের করছে নাগরিক পক্ষ। মিছিলের প্রচারে সমাজমাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা, ‘সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনে টালা থানার ওসি নাকি অসুস্থ? চলুন, দেখা করে আসি (অ)সুস্থ ওসির সাথে’।

উদ্যোক্তারা জানাচ্ছেন, এই মিছিলে কোনও রকম রাজনৈতিক দল থাকছে না। নাগরিক সমাজের পক্ষে হবে মিছিল। মূলত যাদবপুর এবং সংলগ্ন এলাকা থেকে এই মিছিলে জমায়েত হবেন মানুষ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ