জেলা 

চকবড়ালী হাইস্কুলে সাড়ম্বরে পালিত হল শিক্ষক দিবস* 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং শিক্ষক – শিক্ষিকা – শিক্ষাকর্মীগণের সহায়তায় প্রায় দু’ঘন্টা সময়ব্যাপী এই অনুষ্ঠানে, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সেলিমা খাতুনের নেতৃত্বে সমগ্র কার্যসূচি তৈরি করা হয় । অনুষ্ঠান-প্রাক্কালে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় । তারপর মূল অনুষ্ঠান গান, আবৃত্তি ও বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করা হয় ।

প্রথমেই সপ্তম শ্রেণির ছাত্রী সেলিমা খাতুন, আসপিয়া খাতুন ও আনিসা খাতুন, সমবেত কন্ঠে উদ্বোধনী সংগীত পরিবেশন করে । তারপর পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা , আবুল হাসান, মারুফ, আশিক, আমিন , আলমগীর , তামিম , সুমাইয়া , জুহিনা – একক ও সমবেত কন্ঠে সংগীত এবং আবৃত্তি পরিবেশন করে । সপ্তম শ্রেণীর নবীরুল, মুয়াজ, নবিরুল রা ছোট ছোট বাদ্যযন্ত্র সহযোগে উপযুক্ত আবহ তৈরিতে সাহায্য করে । শিক্ষক দিবসের গুরত্ব নিয়ে বক্তৃতা রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত-শিক্ষিকা মাননীয়া সুদীপ্তা ঘোষ মহাশয়া । এরপর ছাত্রছাত্রীরা সম্মান ও শ্রদ্ধাজ্ঞাপক উপহার শিক্ষকশিক্ষিকা গণের হাতে তুলে দেয় । এই অনুষ্ঠানের বিশেষভাবে পরিলক্ষিত হয় যে, মিড ডে মিলের রাঁধুনি মায়েদেরকেও ছাত্রছাত্রীরা তাদের ইচ্ছানুসারে শিক্ষাকর্মী হিসাবে সম্মান জানিয়ে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেয় ও বিধিবদ্ধ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Advertisement

তারপর কচিকাঁচা ছাত্রছাত্রীদের অনুরোধে শিক্ষক – শিক্ষিকা – শিক্ষাকর্মীরা ও ছাত্রছাত্রীরা একই সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন । ভোজনের তালিকায় ছিল সাদাভাত আর কষা মাংস। আর ছিল শিক্ষকদের সহযোগিতায় মিষ্টিমুখ । দিনের শেষে ছাত্রছাত্রীদের শরীরে ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে ছিল একরাশ আনন্দ আর স্বহস্তে আয়োজনের অভিজ্ঞতা অর্জনের আত্মবিশ্বাস ….


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ