আরামবাগে শিক্ষক দিবস পালন!
বিশেষ প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আরামবাগ মহকুমার উদ্যোগে বিগত একবছরে অবসরপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্বর্ধনার মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় এ ডি আই ,এ আই ,বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ সহ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের আয়োজনে যেসমস্ত শিক্ষক-শিক্ষিকা অগ্রণী ভূমিকা পালন করেন তাদের মধ্যে হলেন অশোক কুমার মাজী,পৃথ্বীশ কুমার দে, অরুণ কুমার মণ্ডল, শুভা দত্ত, অমিতাভ হালদার, দীপক মণ্ডল, প্রবীর সরকার, সৌরভ ভট্টাচার্য, দুর্গাদাস সিংহ, শান্তিনাথ মালিক, বিপ্লব রায়, দুর্গাদাস লাহা, কাঁকন রানা ও আরো অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক, শিক্ষারত্ন প্রাপ্ত মাননীয় বিকাশ চন্দ্র রায় মহাশয়। অনুষ্ঠানে আর জি কর হত্যার তীব্র নিন্দা ও শোক প্রস্তাব পাঠ করা হয়,শোক প্রস্তাব পাঠকরেন কৈলাশচন্দ্র হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক মাননীয় অমিতাভ হালদার মহাশয় । দোষীদের সর্বোচ্চ কঠোরতম শাস্তির দাবী ও মৃত্যু নিয়ে রাজনীতির খেলা বন্ধের দাবী করা হয়