৯ সেপ্টেম্বর হবে সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি
বিশেষ প্রতিনিধি : প্রধান বিচারপতির অসুস্থতার কারণে গত ৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি স্থগিত ছিল। তা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কোন কোন মহল থেকে বলা হয় যে প্রধান বিচারপতি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কে আড়াল করার চেষ্টা করছেন! আসলে তা নয় বিষয়টি হচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অসুস্থ ছিলেন বৃহস্পতিবার! সেই জন্যই শুনানি স্থগিত ছিল। প্রসঙ্গত বলা প্রয়োজন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার জন্য সুপ্রিম কোর্ট বিশেষ করে প্রধান বিচারপতি নিজে থেকেই এই মামলা শুরু করেছিলেন। সুতরাং যে মামলা প্রধান বিচারপতি নিজে শুরু করেছিলেন সেই মামলা স্থগিত হওয়ার কোনো কারণ থাকে না। কিন্তু শরীর খারাপ হলে অবশ্যই দু-একদিন পিছিয়ে যেতে পারে। আর সেটাই হয়েছে গতকালই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার এই মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে হবে।
আরজি কর মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ হয়েছিলেন আন্দোলনকারীরা। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে গত ৯ অগস্টের পর থেকেই তাঁরা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর ডাক দেওয়া হয়েছিল। তাতেও সাড়া মিলেছে। রাত ৯টার পরে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশ অন্ধকার হয়ে গিয়েছিল। মোমের আলো জ্বেলে বিচারের দাবি জানিয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। আরজি কর থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করেন। সেই মামলার শুনানি হবে আগামী সোমবার। নতুন তারিখ জানিয়ে দিল শীর্ষ আদালত।