বিরুপাক্ষ বিশ্বাসের বদলি নিয়ে উত্তাল কাকদ্বীপ হাসপাতাল চত্বর! বামেদের বিক্ষোভ অস্বস্তিতে তৃণমূল
বাংলার জনরব ডেস্ক : সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসা বিরুপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে বদলি করা হয়েছে। আর এই বদলিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার কাকদ্বী প এলাকা।
কিন্তু তিনি কাজে যোগ দিতে এলে তাঁকে বাধার মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দিয়েই পোস্টার সাঁটানো হয়েছে হাসপাতালে। ” কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক”, এমন পোস্টারে ছেয়ে গেছে গোটা হাসপাতাল চত্বর।
বুধবারে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়েছে ‘প্রভাবশালী’ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে। তিনি যাতে কাজে যোগ দিতে না পারেন, তাই বৃহস্পতিবার সকালে কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বামেরা। তাঁদের সঙ্গে স্থানীয়দের একাংশও রয়েছেন। রাত থেকে বিরূপাক্ষের বিরুদ্ধে পোস্টার পরে হাসপাতালে। সেখানে লেখা, “কাকদ্বীপ হাসপাতালে বিরুপাক্ষ বিশ্বাসের বদলি মানছি না মানবো না।” কোথাও আবার লেখা হয়েছে, “বিরুপাক্ষের চামড়া গুটিয়ে দেবো আমরা”। কোথাও আবার “বিরুপাক্ষের গালে গালে জুতো মারো তালে তালে” লেখা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মেডিক্যাল দুর্নীতির মূলচক্রী সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস। আরজি কর কাণ্ডে ঘটনার সঙ্গেও জড়িত। আমরা চাই না বিরূপাক্ষ বিশ্বাস এখানে কাজে যোগ দিন। তিনি কাজে যোগ দিতে এলে বাধা দেওয়া হবে।