কলকাতা 

সন্দীপ ঘোষের নির্দেশেই সেমিনার পাশে এলাকা ভেঙে সংস্কারের কাজ শুরু করেছিল পূর্ত বিভাগ, তরুণী চিকিৎসকের মৃত্যুর পরের দিনেই!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আর জি কর হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় ঘটনার পরের দিনই সেমিনার রুম সংলগ্ন এলাকায় ভেঙে ফেলা হয় সংস্কারের জন্য। এতদিন ধরে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দাবি করছিলেন এটা নাকি আগে থেকেই ওয়ার্ক অর্ডার দেয়া ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণী চিকিৎসকের মৃত্যুর পরের দিন অর্থাৎ ১০ ই আগস্ট এই এলাকায় ভেঙে সংস্কারের অনুমতি দিয়েছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

এই নিয়ে খোঁজ করতে গিয়ে সামনে এসেছে, পিডব্লিউডি-কে লেখা একটি অনুমতিপত্র। যা আসলে, চিকিৎসকদের অন ডিউটি রুম-শৌচাগার ভাঙার নির্দেশ ছাড়া কিছু নয়। সেই নির্দেশপত্রে সই রয়েছে সন্দীপ ঘোষেরই। তারিখ দেওয়া রয়েছে, ১০ অগস্ট। অর্থাৎ ৯ তারিখে চিকিৎসকের দেহ উদ্ধারের ঠিক পরের দিন।

Advertisement

আরজি করে এই ভাঙচুর নিয়ে যখন আদালতে প্রশ্ন উঠেছিল, তখন কর্তপক্ষের তরফে বলা হয়েছিল, এই সংস্কারের সিদ্ধান্ত আগেই হয়েছিল। সেই মোতাবেকই কাজ হয়। তবে পিডব্লিউডি-র কাগজে স্পষ্ট হয়ে গেল, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেই সন্দীপ ঘোষ পূর্ত বিভাগের সিভিল ও ইলেক্ট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছিলেন সংস্কারের।

ওই নির্দেশনামায় উল্লেখ করা রয়েছে, ১০ অগস্ট আরজি করের প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের উপস্থিতিতেই সংস্কার-জনিত ভাঙচুরের সিদ্ধান্ত হয়েছিল। সেই মতোই নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ। অর্থাৎ নির্দেশনামার বয়ানে স্বাস্থ্যভবনও জড়িয়ে রয়েচে।

এই ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছেন আন্দোলনকারীরা তথা বিরোধীরা। ঘটনার পর থেকেই যে অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা চলেছে, তা এখন স্পষ্ট বলেই দাবি তাঁদের, যার পিছনে রয়েছে সন্দীপ ঘোষের পুরো সিন্ডিকেট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ