জেলা 

বাসন্তীর সাবির মল্লিকের বাড়িতে যুব ফেডারেশনের প্রতিনিধি দল 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : হরিয়ানায় গোরক্ষকদের নির্মম অত্যাচারে নিহত দঃ ২৪ পরগনার বাসন্তীর সাবির মল্লিকের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন কাসেমীর নেতৃত্বে এক প্রতিনিধি দল। উল্লেখ, গত ২৭ আগস্ট হরিয়ানায় বিজেপির গোরক্ষকদের অমানুষিক হিংসার বলি হন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছেলে সাবির মল্লিক। সাবির দীর্ঘ আড়াই বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। কিন্তু বিজেপির গোরক্ষক কমিটি গোমাংস খাওয়ার অপবাদ দিয়ে নির্মম অত্যাচার করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে।

এদিন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নির্দেশে এক প্রতিনিধি দল দেশজুড়ে বাঙালি শ্রমিকদের গণপিটুনির বন্ধের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মাধ্যমে এক স্বারকলিপি প্রদান করেন। পাশাপাশি সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন কাসেমীর নেতৃত্বে এক প্রতিনিধি দল সাবির মল্লিকের পরিবারের সাথে দেখা করেন, সাধ্যমতো সহযোগিতা করেন ও ইনসাফের লড়াইয়ে পরিবারের পাশে থাকার কথা জানান। উল্লেখ্য গতকাল সংগঠনের নেতৃত্বে কোলকাতার হরিয়ানা ভবনে বিক্ষোভ দেখায় এবং পরিবারের ন্যায় বিচার ও ক্ষতিপূরণের দাবি তোলেন। সংগঠনের সম্পাদক মহঃ কামরুজ্জামান বলেন গতকাল কোলকাতায় আমাদের ন্যায়বিচারের আন্দোলন যথেষ্ট সাড়া পড়েছে। নড়ে বসেছে মুখ্যমন্ত্রীর দপ্তর, আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাবিরের স্ত্রী ও শিশু কন্যার সঙ্গে দেখা করেছেন। আমরা চাই দেশজুড়ে বাঙালি শ্রমিকদের উপর গণপিটুনির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ