খেলা দেশ 

রাহুলের সঙ্গে দেখা করলেন বজরং ভিনেশ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কুস্তির ময়দান থেকে এবার রাজনৈতিক মঞ্চে পা দিতে চলেছে ভিনেশ ফোগাট! প্যারিস অলিম্পিক থেকে ফিরে তিনি ঘোষণা করেছিলেন এবার রাজনীতিতে যোগ দেবেন। কিন্তু কোন দলে যোগ দেবেন তা পরিষ্কার ছিল না। আজ বুধবার বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে ভিনেশ ফোগাট যোগ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন। বুধবারির এই বৈঠক ঘিরে ই মনে করা হচ্ছে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেসের টিকিটের লড়াই করবেন এই দুই কুস্তিগীর।

মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ-বজরংরা। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁদের। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার, এমন অভিযোগও বারবার তুলেছেন ভিনেশরা।

Advertisement

ভিনেশ অলিম্পিক থেকে ফেরার পরই তাঁর কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা চলছে। তাঁর পদক বঞ্চনা নিয়ে সংসদেও সরব হয় কংগ্রেস। রোহতকের সাংসদ দীপেন্দ্র সিং হুডা নিজে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আসেন। এর আগে ভিনেশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেছেন। বজরং বেশ কিছুদিন আগে থেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বুধবার রাহুল সাক্ষাতের পর তাঁরা সরকারিভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে খবর।

কংগ্রেস সূত্র বলছে, ভিনেশ এবং বজরং দুজনেই হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাবেন। এই মুহূর্তে যে সব সরকারি পদে তাঁরা রয়েছেন, সেসব পদও ভোটের আগে ছেড়ে দেবেন। সব ঠিক থাকলে ভিনেশকে লড়তে হতে পারে তাঁরই দিদি ববিতা ফোগাটের সঙ্গে। ববিতা এই মুহূর্তে বিজেপির টিকিটে জিতে আসা বিধায়ক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ