কলকাতা 

মা উড়ালপুলে ফের দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে নিচে পড়ে গেল আরোহী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আবার দুর্ঘটনা মা উড়ালপুলে। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মেরে বাইক ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়লেন আরোহী! এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী হয়ে রইল বুধবার সকালের কলকাতা। গুরুতর জখম অবস্থায় ওই আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতির একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুই আরোহী। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক কোনওমতে রক্ষা পেলেও ছিটকে উড়ালপুল থেকে নীচে পড়ে যান আরোহী যুবক। গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

 

ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী ভাবে ঘটল দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

প্রসঙ্গত, সোমবারই দুর্ঘটনা ঘটেছিল মা উড়ালপুলে। সোমবার সকালে বাংলাদেশ হাই কমিশনের সামনে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুলে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ