জেলা 

বলরামবাটীতে চারদিনের বইমেলা

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব,বলরামবাটী : ২রা সেপ্টেম্বর ২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন হলো হুগলী বলরামবাটী বইমেলা। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্থানীয় সবুজ মেলা পাঠাগার এবং বলরামবাটী প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২-৫ সেপ্টেম্বর ২০২৪ চার দিনের এই মেলার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী অমলেন্দু ধাড়া। উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ লেখক ড. সুষেন্দ্র নাথ মালিক, বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট গল্পকার সেখ আব্দুল মান্নান, স্থানীয় অঞ্চল প্রধান চন্দনা কর্মকার। অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী কবি রাজকুমার দাস, সাহিত্যিক স্বপন কুমার হালদার, ডা. উদয়ন দাস, গোপাল পাল, দেব কুমার পাল, দীপ্তেশ মুখার্জী, রবীন্দ্রনাথ সাঁতরা, ও কাকলি চ্যাটার্জী। কলকাতার একগুচ্ছ নামী প্রকাশনীর ছোটবড় সবার উপযোগী পুস্তক সম্ভারে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর একটি প্রাঞ্জল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপরোক্ত অতিথিবৃন্দ বইমেলার তাৎপর্য নিয়ে তথ্যসমৃদ্ধ নিজনিজ বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানের মানের সাথে সামঞ্জস্য রেখে দুটি নজরুল গীতি পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদের মনোরঞ্জন করেন গুয়াহাটির যশস্বী অতিথি শিল্পী রাজকুমার দাস।

এদিন অনুষ্ঠানের প্রথম পর্বে মেলা উদ্বোধনের পাশাপাশি দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় হুগলী জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এক ঝাঁক নবীন ও প্রবীন কবির স্বরচিত কবিতা পাঠের আসর। কবিতা পাঠে অংশ নেন কবি বিশ্বনাথ মন্ডল, জ্যোৎস্না হালদার, দিলীপ সাঁতরা, সুশান্ত পাড়ুই, তারাপদ ধল, মঞ্জুরি সিংহ রায়, শিব শংকর বক্সী,নারান ভদ্র, রাজীব চক্রবর্তী, দেবাশীষ গাঙ্গুলি, অনিমেষ ভট্টাচার্য, শর্মিলা ঘোষ সামন্ত, সমৃদ্ধ দাস, সুলেখা চৌধুরী, অশোক রায়,নবারুণ চক্রবর্তী, গোপাল দাস, তপন কুমার ঘোষ, শ্যামল চক্রবর্তী প্রমুখ। আসরে সিংহভাগ কবির কবিতায় উঠে আসে নারী নির্যাতনের প্রতিবাদের নির্যাস।

Advertisement

এদিন বইমেলার উদ্বোধনের সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন সবুজ মেলা পাঠাগারের গ্রন্থাগারিক তথা বিশিষ্ট ঔপন্যাসিক জারিফুল হক ও বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক ড. সুষেন্দ্র নাথ মালিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ