মধ্যপ্রদেশের ছাতারপুরে বুলডোজার আক্রমণে ক্ষতিগ্রস্থদের সঙ্গে সাক্ষাৎ করলেন এসডিপিআই প্রতিনিধিদল
বিশেষ প্রতিনিধি:মধ্যপ্রদেশ রাজ্য প্রতিনিধিদল ছাতারপুর শহরে হাজী শাহজাদ আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এসডিপিআই এর প্রতিনিধি দল। কিছুদিন আগে এক হিন্দু “সন্ত” এর অপমানজনক মন্তব্যের প্রতিবাদ করেছিলেন হাজী শাহজাদ আলী। সেই জন্য তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়। তিনি প্রাক্তন কংগ্রেস জেলা সহ-সভাপতি ছিলেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অ্যাডভোকেট বিদ্যরাজ মালব্য , সহ-সভাপতি ইরফানুল হক আনসারি, অ্যাডভোকেট মিলিন্দ ভাঙ্কেড়ে, অ্যাডভোকেট রঘুভীর কীর, অ্যাডভোকেট কেলাশ ভার্তি এবং অরবিন্দ মেহর।
প্রতিনিধিদল ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সাহায্যের, বিশেষ করে আইনি সাহায্যের আশ্বাস দেন, যাতে তাঁরা ন্যায়বিচার পেতে সক্ষম হন।