কলকাতা 

প্রধানমন্ত্রী দেশের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন পদত্যাগ করতে হবে, বিধানসভায় দাঁড়িয়ে নজিরবিহীন দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : অপরাজিত বিল ২০২৪ বিধানসভায় পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল পেশ করে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজির বিহীন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি এদিন বলেন দেশের মহিলাদের নিরাপত্তা দিতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবিলম্বে তার পদত্যাগ করা উচিত বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

আরজি করেন তদন্তভার সিবিআই নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিরব ছিলেন। আজ মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি সরব যেভাবে হলেন তাতে এটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে সংকট তিনি অনেকটাই কাটিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অপরাজিতা বিল নিয়ে বিধানসভায় বলছিলেন ঠিক সেই সময় দেখলাম গালে হাত দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসেছিলেন। শুভেন্দু অধিকারী বসে থাকা ছাড়া অন্য কোন উপায় ছিল না কারণ শুভেন্দু সুকান্ত দুজন মিলেই আশা করেছিলেন এই রাজ্যে 356 জারি হবে ঘুর পথে ক্ষমতা দখল করবে বিজেপি তা যে হবে না আজই সকালে আরএসএস স্পষ্ট করে দিয়েছে।

Advertisement

যাইহোক আজ বিধানসভায় নারী নির্যাতনের বিরুদ্ধে কড়া বিল পেশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় যেভাবে বিরোধী দলনেতা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তা এক কথায় নজির বিহীন বলা যেতে পারে। নারী নির্যাতনের বিভিন্ন দিক এই বিলে উল্লেখ করে তার শাস্তির বিধান করা হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতায় যেখানে যেখানে যাবজ্জীবন এর কথা বলা হয়েছে সেখানে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় বিল পেশ করে যাবজ্জীবনের জায়গায় ফাঁসির সংস্থান রাখা হয়েছে।

তবে স্বাভাবিক এই বিলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি এই বিল রাষ্ট্রপতি অনুমোদন দেয় তবেই তা আইনে পরিণত হবে। নচেৎ এটা বিল হয়েই থেকে যাবে লাভ কিছু হবে না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ