হাওড়া জেলার বালি শিক্ষা নিকেতনে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রস্তুতি শিবির
নিজস্ব সংবাদদাতা : ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১সেপ্টেম্বর, রবিবার বালি শিক্ষা নিকেতন ফর গার্লস এ ধীলার্ন অ্যাকাডেমির বালি সেন্টারের পক্ষ থেকে এক বিশেষ কর্মশালা ও প্রস্তুতি পরীক্ষার হয়ে গেল। বালি,বেলুড়, উত্তরপাড়া এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই কর্মশালাটির শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক, শিক্ষাবিদ, পাঠভবন-ডানকুনি এর প্রিন্সিপাল ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়। সাতটি বিষয়ের উপর প্রস্তুতি পরীক্ষা শুরু হয় সকাল ১১ টা থেকে।অনুষ্ঠানে আগত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
কর্মশালায় ইংরেজি, অংক এবং ভৌত বিজ্ঞানের উপর বিশেষ ক্লাস নেওয়া হয়। ইংরেজি ক্লাস নেন বিশিষ্ট শিক্ষক রাহুল সেনগুপ্ত, ভৌতবিজ্ঞানে পলাশ ঘোষ এবং অংকে ক্লাস নেন গৌরাঙ্গ সরখেল।
ধীলার্ন এর কর্মশালায় অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়। ‘ছেলে মেয়ের ভবিষ্যৎ ও বাবা মায়ের দুশ্চিন্তা’ বিষয়ে
বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় ও বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক নায়ীমুল হক এর বিষয়ের গভীরতা ও তার সমাধান সূত্র অভিভাবক অভিভাবিকাদের বিশেষভাবে নাড়া দেয় এবং তারা এই ধরনের আয়োজন আরো বেশি বেশি করে করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ লগ্নে বালি শিক্ষা নিকেতন ফর গার্লসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শম্পা মন্ডলের হাতে অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে, অনুসন্ধান কলকাতার তত্ত্বাবধানে প্রকাশিত একটি টেস্ট পেপার তুলে দেওয়া হয়।ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ডঃ মুখোপাধ্যায়ের প্রারম্ভিক এবং শেষে নায়ীমুল হক ও গৌরাঙ্গ সরখেল এর বক্তব্যে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে ওঠে। কর্মশালা ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা সাহিত্যের বিশিষ্ট শিক্ষক জহরলাল নাইয়া। ধীলার্নঅ্যাকাডেমির বালি সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন শেখর নস্কর