বুলডোজার বিচার নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! নয়া গাইড লাইন তৈরি করে দেবে দেশের শীর্ষ আদালত, অপরাধীরও বাড়ি ভাঙ্গা যায় না মন্তব্য সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত রাজ্যগুলিতে দোকান বাজার এমনকি ঘরবাড়ি, বুলডোজার দিয়ে ভেঙে ফেলার বিষয়ে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায় বুলডোজার বিচার মেনে নেওয়া যায় না। কোনও গণতান্ত্রিক দেশে এইভাবে বিচারের আগে নির্মাণ ভেঙে দেওয়ার ব্যবস্থা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।
বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে দেশের নানা প্রান্তে বুলডোজারের বেআইনি ব্যবহার নিয়ে মামলার শুনানি হয়। তাতে মূল মামলা ছিল ২০২২-এ দিল্লির দাঙ্গা. সিপিএমের নেত্রী বৃন্দা কারাত আদালতে অভিযোগ করেছিলেন, দিল্লি পুলিশ বুলডোজার দিয়ে বহু নিরীহ মানুষের ঘরবাড়ি, অফিস ইত্যাদি ভেঙে দিয়েছে। তারা এখন পথে বসেছেন।
একইভাবে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধেও বুলডোজার ব্যবহার নিয়ে গুচ্ছ মামলা দায়ের হয়। মামলাগুলিতে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিচার চলাকালীন তাদের বাড়িঘর ভেঙে দিয়ে গোটা পরিবারকে সাজা দেওয়া হচ্ছে। বাড়ি ভেঙে দেওয়ায় মুহূর্তে গোটা পরিবার খোলা আকাশের নিচে এসে দাড়াচ্ছে।
বিচারপতি গাভাইয়ের বেঞ্চ বলে বিচারাধীন কোন বিষয়ে এইভাবে বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। সরকারি আইনজীবীরা জবাবে বলেন, প্রত্যেক ক্ষেত্রেই বেআইনি বাড়ি ভাঙ্গা হয়েছে আদালতে। প্রশ্ন উত্থাপিত হয় কোন শুধু অভিযুক্তের বাড়ি ঘরই কেন ভাঙ্গা হচ্ছে।।নির্মাণ বেআইনি হয়ে থাকলে আগেই কেন ভাঙ্গা হয়নি।
আদালত দুপক্ষের বক্তব্য শোনার পর বলে কোন নির্মাণ বেআইনি হলেও রাতারাতি সেটি ভেঙে দেওয়া যায় না। এর একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা দরকার। শীর্ষ আদালত জানায় তারা নিজেরাই একটি গাইডলাইন তৈরি করে দেবে। প্রসঙ্গত এর আগে বুলডোজার বিচার নিয়ে শীর্ষ আদালতে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপিশাসিত উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাটকে।
যেভাবে কথায় কথায় উত্তরপ্রদেশের যোগীজি মধ্যপ্রদেশের সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে অভিযুক্তদের বাড়িঘর ভেঙে দেওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে তা মানতে পারছে না দেশের শীর্ষ আদালত। গতকালের শুনানিতে স্পষ্ট ভাষায় শীর্ষ আদালতের বিচারপতিরা বলেছেন এবার তাঁরা নতুন গাইডলাইন তৈরি করে দেবে এ বিষয়ে। একই সঙ্গে আদালত বলেছে যে বেআইনি বাড়ি হলেও তাকে ভেঙ্গে ফেলা যায় না কতগুলো নিয়ম-কানুন মেনে তবেই ভাঙতে হয়। আর অপরাধী যদি প্রমাণিত অপরাধ করে থাকেন তাতেও তার বাড়ি ভাঙ্গা যায় না। শীর্ষ আদালত মনে করে এই ধরনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে না। কোন গণতান্ত্রিক সরকার চাইলেই কারো বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করতে পারে না।