কলকাতার ভারতীয় ভাষা পরিষদ হলে আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হলো “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” প্রচার অভিযানের
বিশেষ প্রতিনিধি : ১ লা সেপ্টেম্বর কলকাতায় “নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি” প্রচার অভিযানে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয়েছে। ভারতীয় ভাষা পরিষদের জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদিকা মুহতারামা রহমাতুন্নিসার উপস্থিতে একটি মনোজ্ঞ আলোচনা সভার মাধ্যমে এই প্রচার অভিযানের সূচনা হয়েছে। আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান করেন রহমাতুন্নেসা সাহেবা।
স্বাগত ভাষণ প্রদান করেন রাজ্য মহিলা সম্পাদিকা মনজুরা খাতুন সাহেবা, সভাপতি বক্তব্য প্রদান করেন আমীরে হালকা ডা: মশিহুর রহমান সাহেব। উদ্বোধনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুরাইয়া রহমান সাহেবা, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যা যথাক্রমে উজমা আলম সাহেবা, ডা: নীলাম গাজালা সাহেবা, শুবুই আজিজ সাহেবা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সাধারন সম্পাদক মোঃ মসিউর রহমান।
এছাড়াও আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক শাদাব মাসুম, কলকাতা মেট্রো সিটির নাজিম জুলফিকার আলী গাজী, মেট্রিসিটির নাজিমা মাহফুজা খাতুন, কলকাতা জেলার সহকারী নাজিম অধ্যাপক ড: জাফির আহমেদ সাহেব প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেট্রো সিটির সহকারী নাজিমা ড: সাবা তাজ।