জেলা 

বেস এডুকেশনাল হাব-এর ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে উত্তরবঙ্গে দারুন উৎসাহ-উদ্দীপনা

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেস এডুকেশনাল হাব-এর উদ্যোগে ট্যালেন্ট সার্চ পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুমুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গত ১৮ আগস্ট ছিল এই পরীক্ষার প্রথম পর্ব। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং-এর বিভিন্ন স্কুল থেকে প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী অংশ নেয় এই পরীক্ষায়। আগামী ১লা সেপ্টেম্বর এই পরীক্ষার দ্বিতীয় পর্ব। ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজক সংস্থা বেস এডুকেশনাল হাব-এর সম্পাদক খাদেমুল ইসলাম জানালেন আগামী রবিবার এই পরীক্ষা হবে দক্ষিণ দিনাজপুরের চারটি কেন্দ্রে। পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন প্রতিটি কেন্দ্রের সুপারভাইজার সহ চারজনের টিম। সকলেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন।দ্বিতীয় পর্বের এই পরীক্ষায় অংশ নেবে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী। তাদের মধ্যে এই মুহূর্তে দারুন উত্তেজনা। উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে অভিভাবকদের মধ্যেও। তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আমাদের সঙ্গে। এই পরীক্ষায় নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে এককালীন স্কলারশিপ এবং বিশেষ কিছু পুরস্কার, জানালেন খাদেমুল ইসলাম। তিনি আরো বলেন, স্কলারশিপ প্রদান করা হবে আগামী ৮-ই সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক দীপক রঞ্জন মন্ডল, পশ্চিমবঙ্গ সরকারের সাবেক সচিব সৈয়দ নাসির উদ্দিন, বিশিষ্ট শিক্ষক ও লেখক ডঃ সন্দীপ রায়, মুখলেসুর রহমান, জ্যোতির্ময় চক্রবর্তী প্রমুখ।

ট্যালেন্ট সার্চ পরীক্ষার পরিচালক তথা অনুসন্ধান কলকাতার সম্পাদক গৌরাঙ্গ সরখেল সকল অভিভাবকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সার্বিকভাবে এই পরীক্ষার মৌলিক উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতার বাতাবরণ তৈরি করা, সকলের মধ্যে মেধা আছে তার উন্মেষ ঘটানো আর এর মাধ্যমে নির্ণয় করা– কার কোন দিকে দক্ষতা আছে। তিনি আরো জানান, অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে ‘ছাত্র ছাত্রীদের মধ্যে দক্ষতা নির্ণয় কীভাবে করতে হয়’– তা নিয়ে শিক্ষকদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রামের পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

গত প্রায় চার মাস যাবৎ ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রশ্নপত্র, ফর্ম, ম্যাগাজিন ইত্যাদি প্রস্তুতি, মুদ্রণ, ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে যাঁরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এছাড়াও জিডি স্টাডি সার্কেল, চেকমেট কেরিয়ার, অনুসন্ধান কলকাতা সহ সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বেস আন-নূর মডেল স্কুল-এর উপদেষ্টা কমিটি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ