রাজভবন বিজেপির পার্টি অফিস ! রাজ্যপালের বিরুদ্ধে পথে নামল কর্নাটক কংগ্রেস
বাংলার জনরব ডেস্ক : রাজ্যপালের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদের সামিল হলেন কর্ণাটক কংগ্রেস। কর্ণাটকের ক্ষমতাসীন দল কংগ্রেসের অভিযোগ রাজ্যপালের অফিস অর্থাৎ রাজভবনটি এখন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। অবিলম্বে বিজেপির পার্টি অফিস থেকে সরিয়ে সাংবিধানিক অফিস করার দাবিতে কর্ণাটকের কংগ্রেস দল রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। হাত শিবিরের অভিযোগ, রাজ্যপাল পদের গরিমা নষ্ট করা হচ্ছে। যার জেরেই এই ‘রাজভবন চলো অভিযান’। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, এই মিছিলের মূল লক্ষ্য হল রাজভবন যেন কোনও রাজনৈতিক দলের দফতরে পরিণত না হয়।
সম্প্রতি কর্নাটকের শহর এলাকায় জমি বণ্টন নীতিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে। এই প্রকল্পে খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীও জড়িত বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট। যার জেরে কর্নাটকের রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অভিযোগ তোলা হচ্ছে, বিজেপির ইন্ধনে রাজ্যে অস্থিরতা তৈরি করতেই রাজ্যপাল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন। এর প্রতিবাদে আগেই সরব হয়েছিল কংগ্রেস। হাত শিবিরের দাবি, রাজ্যে একাধিক ঘটনায় তদন্তের অনুমতি চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হলেও সেক্ষেত্রে তিনি চোখ বন্ধ করে থাকেন। বার বার রাজ্যপালের বিমাতৃসুলভ আচরণের জেরেই এবার রাজভবন যাতে কোনও পার্টি অফিসে পরিণত না হয় সেই দাবিতে রাজভবন চলো অভিযান শুরু করল কংগ্রেস।
এই প্রতিবাদ মিছিল প্রসঙ্গে শিবকুমার বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই এই প্রতিবাদ কর্মসূচি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে করা হচ্ছে না। ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আদালতে বিচারাধীন। রাজভবন চলো অভিযান এটা সুনিশ্চিত করার জন্য যাতে রাজভবন কোনও রাজনৈতিক দলের দফতরে পরিণত না হয়। আমরা এই সাংবিধানিক পদের গরিমা রক্ষা করার দাবিতে এই আন্দোলনে নেমেছি।”