কলকাতা 

সাগরে ফের নিম্নচাপ! কলকাতা শহর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফের সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে ফলে আগামী ২৪ ঘণ্টা ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। বাড়বে গরম। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং-সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সকালের আকাশ পরিষ্কার হলেও দুপুরের দিকে মেঘলা আকাশ হতে পারে। দুপুর-বিকেলে দু’এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতাও রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।

আলিপুর জানিয়েছে, শুক্রবার আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে আরও শক্তিশালী হয়েছে। এটি সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে। ফলে ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না ভারতে।

অন্যদিকে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে। এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে।

আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখন্ড, বিদর্ভ, ছত্তীসগড়, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ত্রিপুরা এবং গোয়াতে। প্রবল বৃষ্টির আশঙ্কা ওড়িশা এবং কর্নাটকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং তেলেঙ্গানাতে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ