গোমাংস খাওয়ার অপরাধে হরিয়ানাতে খুন বাসন্তীর যুবক!
বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক যুবক কে পিটিয়ে খুন করা হলো হরিয়ানাতে। জানা গেছে বাসন্তী দুই যুবক হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতো। গরুর মাংস খেয়েছে এই অভিযোগে তার বাড়িতে ঢুকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
হরিয়ানার এঘটনায় অনেকেই প্রায় এক দশক আগের উত্তরপ্রদেশের দাদরিতে আখলাক হত্যাকাণ্ডের ছায়া দেখছেন অনেকে। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে বাংলার পুলিশ। তবে এ ব্যাপারে হরিয়ানা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সাবির মল্লিক। বাসন্তীর ওই যুবকের বাবা আব্দুর কাদের গাজির অভিযোগ, ছেলে হরিয়ানার পরিযায়ীর কাজ করত। সেখানেই তাঁকে গরু মাংস খাওয়ার অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
এমনকী এ ব্যাপারে অভিযোগ জানানো সত্ত্বেও হরিয়ানা পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ নিহত পড়ুয়ার বাবা। বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশের তরফে হরিয়ানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত রাজ্য থেকে পুলিশের দল এদিনই হরিয়াা রওনা দিতে পারে।