জুম্মার নামাজের জন্য বিশেষ ছাড় বাতিল করল অসম বিধানসভা, অসমকে মিয়াদের কবল থেকে উদ্ধার করতে তৎপর হিমন্ত
বিশেষ প্রতিনিধি : দীর্ঘ ৮৭ বছর ধরে চলা পরম্পরা এক কলমের খোঁচায় সমাপ্তি ঘটালেন অসম বিধান সভার স্পিকার। আট দশকের বেশি সময় ধরে চলে আসা অসম বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে শুক্রবার দু’ঘণ্টা অধিবেশন স্থগিত থাকতো সেই নিয়মের এবার ব্যতিক্রম ঘটালেন অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এ প্রসঙ্গে সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘অতীতের ঔপনিবেশিক সংস্কৃতি থেকে অবশেষে মুক্তি পেল অসম বিধানসভা।’
সেই ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে অসম বিধানসভায় মুসলিম লিগের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রাজ্যের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুম্মার দিন ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত নামাজ বিরতি দেওয়া হবে। তখন থেকেই চলে আসছিল এই নিয়ম।
নিয়ম প্রত্যাহারের পর শুক্রবার এক্স হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘জুম্মার নামাজের জন্য ২ ঘণ্টার বিরতির নিয়ম তুলে নেওয়া হয়েছে অসম বিধানসভা থেকে। ১৯৩৭ সালে মুসলিম লিগের নেতা সৈয়দ সাদুলা এই নিয়ম চালু করেন। সেই ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন ছুঁড়ে ফেলে দেওয়া হল। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য মাননীয় স্পিকার বিশ্বজিৎ দাইমারের কাছে আমরা কৃতজ্ঞ। দেশের কোনও রাজ্যে এমন নিয়ম ছিল না। আজ এই সিদ্ধান্ত বাতিল করতে বিধানসভার ১১ নম্বর নির্দেশাবলী পরিবর্তন করা হল। এই সিদ্ধান্তে কেউ আপত্তি জানাননি।’
অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম দের সমস্ত ধর্মীয় নিয়ম কানুনের উপরে প্রতিবন্ধকতা চাপানো হচ্ছে। বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি অতিমাত্রায় হিন্দুত্ববাদী হয়ে উঠেছেন। অভিন্ন দেওয়ানি বিধি থেকে শুরু করে মুসলিমদের সম্পর্কে নানা কটাক্ষ করে বিতর্ক জিইয়ে রেখেছেন এই মুখ্যমন্ত্রী।