মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জের রাজ্যপালকে তলব স্বরাষ্ট্রমন্ত্রীর
বিশেষ প্রতিনিধি : রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ বিকেলে দিল্লি যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে তিনি দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র পরিষদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বলেছিলেন তা নিয়েই বিতর্কে সূত্রপাত। তিনি ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনারা কামড়াবেন না ফোস করবেন। মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন বাংলায় আগুন জ্বাললে উড়িষ্যা আসাম বাদ যাবে না। অর্থাৎ বাংলায় কিছু হলে তার প্রভাব উড়িষ্যা ও আসামে পড়বে।
এই কথাটাকে সংবিধান বিরোধী বলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। অবিলম্বে মমতা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মনে করা হচ্ছে এই ইস্যুতেই রাজ্যপালকে তলব করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে একটা কথা খুব পরিষ্কার এই রাজনৈতিক তরজায় আরজি করে নির্যাতিতা বিচার যে পাবে না তা দিনের আলোর মত সত্য হয়ে উঠেছে। বিজেপির নেতারা এবং বিজেপি ঘনিষ্ঠ কিছু ইউটিউবার যেভাবে আহভাব দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যেন এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। কিন্তু বাস্তব সত্য হলো রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে জারি হলে সবচেয়ে বেশি যে লাভবান হবেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।