কলকাতা 

চলন্ত মেট্রোয় আগুন লেগে অসুস্থ যাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চলন্ত মেট্রোর রেকে আগুন লেগে অসুস্থ হয়ে পড়া যাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিলেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতালে ফোন করে অসুস্থদের সম্পর্কে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

গতকাল সন্ধ্যায় কবি সুভাষগামী ট্রেন ময়দান স্টেশনে ঢোকার সময় একটি রেকে আগুন লেগে যায়। ধোঁয়ায় ভরে যায় রেকটি। তাতে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ বোধ করেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়িতে আহত প্রায় ৫০ জন। যাত্রীদের অভিযোগ, রেকের তলায় আগুন দেখা যাচ্ছিল। সেখান থেকে ধোঁয়া উপরে উঠতে থাকে। পরে মেট্রো কর্মীরা এসে যাত্রীদের ট্রেন থেকে বের করে আনেন। অসুস্থ যাত্রীদের পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

তারপর আজ সকাল ১০টা ৪০ মিনিট  নাগাদ দক্ষিণ ২৪ পরগনায় সফররত মুখ্যমন্ত্রী হাসপাতালে ফোন করেন । মেডিকেল কলেজ ও পিজি হাসপাতালে যাঁরা ভরতি আছেন, তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তা নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দেন তিনি। গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও একাধিকবার ফোনে কথা বলেন।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fourteen − 7 =