কলকাতা 

১৪ দিনেও কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে পারল না প্রশ্ন অভিষেকের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বুধবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরজি কর কাণ্ড নিয়ে সরাসরি সিবিআই কে নিশানা করলাম তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক এদিন বলেন, ‘‘চার দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল। ১০-১১-১২-১৩ তারিখ পর্যন্ত। ১৪ তারিখ মহামান্য কলকাতা হাই কোর্ট সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার করে। আজ নয় নয় করে ১৪ দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলছিল, কেন ১৪ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি সিবিআই জবাব দিক। সিবিআইকে এর জবাব দিতে হবে।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘৯ তারিখ ঘটনা ঘটেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ১০ তারিখ বিবৃতি দিয়ে বলেছেন, এই কেস যদি চায় সিবিআই নিতে পারে। আমরা চাই বিচার হোক, সুবিচার হোক। আজকে ১৪ দিন সিবিআই তদন্ত করছে। ১০ বছর হয়ে গেল সারদা কাণ্ডের, এখনও চার্জশিট জমা পড়েনি। ট্রায়াল শুরু হওয়া তো দূরের কথা। যত তদন্ত হচ্ছে, নোবেল তদন্ত থেকে শুরু করে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে শুরু করে, যত তদন্ত হয়েছে তার একটিরও সুরাহা করতে পারেনি।’’

সিবিআই-ইডির হাতে তৃণমূল নেতাদের গ্রেফতারির প্রসঙ্গও টেনে অভিষেক বলেন, ‘‘দু’বছর ধরে আগের শিক্ষামন্ত্রী জেলে আছেন। আগে সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, আমাদের দলের মহাসচিব ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনিও দু’বছর ধরে জেলে। কী বিচার হয়েছে?’’

তাঁর আরও বক্তব্য, ‘‘বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে বিজেপি ইডি সিবিআইকে দিয়ে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে। কিন্তু কোনও বিচার হয়নি। বিচার তখনই হবে যবে আইন আসবে। ধর্ষণ বিরোধী আইন যদি কেন্দ্রের সরকার আগামী দু’চার মাসের মধ্যে না আনে, তা হলে দিল্লিতে তৃণমূল বৃহত্তর আন্দোলন করবে। আইনের দাবিতে আমরা দলগত ভাবে চিঠি লিখব কেন্দ্রীয় সরকারকে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ