আগামীকাল বাংলা বন্ধ ডাকল বিজেপি!
বিশেষ প্রতিনিধি : আগামীকাল বাংলা বন্ধ ডাকল বিজেপি। নবান্ন অভিযানকে ঘিরে অশান্ত পরিস্থিতি এবং ব্যাপক মারধর এবং পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে আগামী কাল, বুধবার, ১২ ঘণ্টার বাংলা বনধ ডাকল বিজেপি। সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদার ঘোষণা করেন বনধের কথা। পাশাপাশি, আজকের অভিযানে আক্রান্তদের জন্য হেল্প লাইন ও মেডিক্যাল ডেস্ক চালু করছে বিজেপি। আক্রান্তদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণও খুন কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। বিজেপির অভিযোগ, ছাত্র সমাজের স্বতস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়েছে তৃণমূল। তাই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছে। এরই প্রতিবাদে আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।
অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য বলেন, মানুষ সবই দেখেছেন। সকাল থেকে পুলিশ কর্মীরা বারে বারে আক্রান্ত হয়েছেন। তবু আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করে গেছেন। কুণালের আরও প্রশ্ন, “আন্দোলনের নামে গুন্ডামি করা হল। কোথায় পড়ুয়া? অধিকাংশই তো মাঝবয়সী। জাতীয় পতাকা হাতে নিয়ে অশান্তি তৈরির এই প্রচেষ্টা বাংলার মানুষ বরদাস্ত করবে না।”
অন্যদিকে, নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, জলকামান, কাঁদানে গ্যাস চালানোর তীব্র নিন্দা করল বিজেপি। দলের নেতা শেহজাদ পুনাওয়ালা মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা করলেন। তিনি বলেন, আজকে যত পুলিশকে আন্দোলন দমন করতে নামানো হয়েছে, তার সামান্যও যদি আর জি কর হাসপাতালে থাকত, তাহলে ১৪ অগস্ট রাতে সেখানে তছনছ করতে পারত না দুষ্কৃতীরা।
উল্লেখ্য, এদিন ছাত্র সমাজের আন্দোলন দমন করতে কলকাতা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে, জলকামান চালায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে গোটা কলকাতা ও হাওড়া শহরের একাংশ লন্ডভন্ড হয়ে যায়। এর প্রতিবাদে পুনাওয়ালা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আর দিদি নেই। তিনি ইদি আমিনের (উগান্ডার অত্যাচারী সেনাশাসক) মতো আচরণ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্ষকদের রক্ষা করছে, তথ্যপ্রমাণ নষ্ট করছে। শুধু তাই নয় সত্যের কণ্ঠস্বরকে দমানোর চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টেও ভর্ৎসিত হয়েছে এই সরকার।