কলকাতা প্রচ্ছদ 

পুলিশি অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব! : শুভেন্দু অধিকারী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : নবান্ন অভিযানকে ঘিরে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ায় পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তাঁর সাফ কথা, পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব!

কোনও রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এই নবান্ন অভিযানের ডাক দেয়। তবে প্রথম থেকে এই কর্মসূচিকে বাইরে থেকে সমর্থন করার কথা জানিয়েছিল বিজেপি। কিন্তু মঙ্গলবার সকালে চার ছাত্র নেতার গ্রেফতারি এবং পরে আন্দোলনকারীদের রুখতে পুলিশি ব্যবস্থার কড়া সমালোচনা করে কার্যত সরাসরি এই কর্মসূচিতে জড়িয়ে পড়লেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেছেন, বুধবার পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে যাবে যদি পুলিশ এই অত্যাচার বন্ধ না করে।

Advertisement

মঙ্গলবার সকালেই শুভেন্দু অধিকারী এক্স-হ্যান্ডেলে অভিযোগ করেছিলেন, হাওড়া স্টেশনে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। তাঁদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। সোমবার রাতে সেখানেই তাঁরা স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন। এই নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়। তবে শুভেন্দু দাবি খারিজ করে কলকাতা পুলিশ জানায়, তাঁদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। তারপরই শুভেন্দু জানান ওই চার ছাত্রের দায়িত্ব নেওয়ার কথা। বিরোধী নেতার আশ্বাস, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের ছাড়ানোর দায়িত্ব তাঁর। পাশাপাশি যে আইনি খরচ লাগবে তাও বহন করবেন তিনি।

পুলিশের অবশ্য বক্তব্য, ওই চার জন নেতা নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন, এমন অকাট্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। ওই চার ছাত্রের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের করেছেন তাঁরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ