দেশ 

শিশুদের উপর যৌন হয়রানি বন্ধ করতে আরও কঠোর হচ্ছে পোকসো আইন

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিশুদের উপর যৌন হয়রানি বন্ধ করতে আরও কঠোর করা হচ্ছে পোকসো আইন । খুব শীঘ্রই এই আইনে সংশোধনী আনা হবে । এ বিষয়ে প্রয়োজনীয়  অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শিশুদের উপর হওয়া যৌন অপরাধ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি জানান, নৃশংসতার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে সংশোধনীতে।

দিল্লিতে সাংবাদিক বৈঠকে রবিশংকর প্রসাদ বলেন, “এটা কেন্দ্রীয় সরকারের একটি  ভালো উদ্যোগ। সরকার পোকসো আইনে অনেক সংশোধনী নিয়ে আসছে। আমাদের লক্ষ্য শিশুদের উপর হওয়া যৌন অপরাধ প্রতিরোধ করা।”

Advertisement

কেন্দ্রীয় আইনমন্ত্রী দাবি করেন, নয়া সংশোধনীতে পোকসো আইনের কাঠামো শুধু শক্তিশালীই হয়নি বিস্তৃতও হয়েছে। শিশু পর্নোগ্রাফি বন্ধ করতে সরকার জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এবার থেকে শিশু পর্নোগ্রাফি ডিলিট বা নষ্ট না করলে জরিমানা দিতে হতে পারে। জরিমানা হতে পারে চাইল্ড পর্নোগ্রাফির ব্যাপারে অভিযোগ না জানালেও।

রবিশংকর প্রসাদ বলেন, “আইন সংশোধনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিশু পর্নোগ্রাফির প্রসার নিয়ন্ত্রণ করা। যে কোনও ব্যক্তি বাণিজ্যিক বা অন্য উদ্দেশ্যে এই ধরনের উপাদান প্রচার করলে কঠোর শাস্তি ভোগ করবে।”

২০১২ সালে পোকসো আইন লাগু হয়। যৌন নির্যাতন, হয়রানি এবং পর্নোগ্রাফি থেকে শিশুদের সুরক্ষার জন্য এই শক্তিশালী আইন আনা হয়েছিল। তবে, শিশু নির্যাতন মামলার সাম্প্রতিক বৃদ্ধির কারণে এই আইন আরও কঠোর করার দাবি ওঠে।


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + two =